ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

প্রকাশিত: ০১:৫১, ১৯ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে নেই মোহাম্মদ আমিরের নাম। এই ফাস্ট বোলারকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে। এছাড়া আসিফ আলিকেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে। আমির শেষ ভালো পারফর্ম করেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তখন থেকে এ পর্যন্ত খেলা ১৪টি ওয়ানডের ৯টিতে কোনো উইকেট পাননি তিনি। পেস বোলিংয়ে আছেন তরুণ দুই মুখ, মোহাম্মদ হাসনাইন ও শাহেন শাহ আফ্রিদি। যারা দুজনই এই শতাব্দীতে জন্ম নেন। নির্বাচক ইনজামাম উল হক বলেন, "হাসনাইনকে তার গতির জন্যই নেওয়া হয়েছে।" "খুব বেশি ওয়ানডে খেলেনি তবে বড় ব্যাটসম্যানদের হিমশিম খাইয়েছে হাসনাইন।" অভিজ্ঞ মুখ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে দলে নেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়েছেন - মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, উসমান শিনওয়ারি ও ইয়াসির শাহ। পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক),শোয়েব মালিক, আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি । সূত্র : বিবিসি বাংলা
×