ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে চালু হলো আলাদা শিশু ওয়ার্ড

প্রকাশিত: ০৪:৩৬, ১৯ এপ্রিল ২০১৯

  রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে চালু  হলো আলাদা শিশু ওয়ার্ড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে দীর্ঘ সময় পর চালু করা হলো শিশুদের আলাদা ওয়ার্ড। পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড ছিল না। যার কারণে রোগীদের চাপ পড়লে হাসপাতালে আসা শিশু রোগীদের স্থান করে দেয়া হতো মেঝেতে। কিন্তু বর্তমান উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার একান্ত প্রচেষ্টায় সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো শিশু রোগীদের চিকিৎসার জন্য আলাদা শিশু ওয়ার্ড। প্রাথমিক ভাবে ৯টি শয্যা নিয়ে পথচলা শুরু করলো শিশু ওয়ার্ডটি। এতে করে উপকৃত হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুরোগী ও তাদের পরিবারগুলো। বৃহস্পতিবার এই শিশু ওয়ার্ডটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) টুকটুক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: একেএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: একেএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বলেন, উপজেলা পর্যায়ে শিশু রোগীরা খুবই অবহেলিত। তাই অনেক চেষ্টার পর স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় হাসপাতালে চিকিৎসার জন্য আসা শিশুদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছি। হাসপাতালে পর্যায়ক্রমিক ভাবে শিশুদের জন্য আধুনিক মানের সকল চিকিৎসার ব্যবস্থা করা হবে। যাতে গরীব-অসহায় পরিবারের শিশুরা হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হয়। এখন শুধুমাত্র শিশুদের চিকিৎসার জন্য একজন শিশু সার্জন প্রয়োজন।
×