ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোগীদের খাবারের মান ভাল করতে বলায় সুপার নাজেহাল

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ এপ্রিল ২০১৯

  রোগীদের খাবারের মান ভাল করতে বলায় সুপার নাজেহাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ খাবারের মান ভাল করতে বলায় নাজেহাল হয়েছেন খোদ হাসপাতাল সুপার। রোগীদের কেন নিম্নমানের খাবার দেয়া হচ্ছে, প্রশ্ন করায় তাকে নাজেহাল করেছে ঠিকাদার। শুক্রবার সকালে হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার অনুষ্টিত দুদকের গণশুনানীতে হাসপাতালের খাবারের মান নিয়ে ব্যাপক অভিযোগ ছিল। এসব শুনে সদর হাসপাতালের সদ্য যোগদান করা তত্বাবধায় ডা: মহিউদ্দিন সকাল ১০ টায় হাসপাতালে রোগিদের জন্য রান্না করা খাবারের মান দেখতে আসেন। এ সময় রোগিদের জন্য আনা খাবারের মান নিয়ে অসন্তুষ প্রকাশ করে মান ভাল করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে উল্টো হাসপাতালের তত্বাবধায়কেই নাজেহাল করেছে ঠিকাদার। হাসপাতালের একটি সূত্র জানায়, বিষয়টি সুপারের রুমে বসে মিমাংসা করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহীন আবদুর রহমান বলেন, ঘটনাটি মিমাংসা করা হয়েছে। বিষয়টি তেমন বড় কোন ঘটনা নয়। মূলত ঠিকাদার সুপার স্যারকে চিনতে পারেননি। তাই একটু সমস্যা হয়েছে, পরে সেটা ঠিক হয়ে গেছে।
×