ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরের শীতলক্ষ্যা নদী থেকে ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৮, ১৯ এপ্রিল ২০১৯

  গাজীপুরের শীতলক্ষ্যা নদী থেকে ৬ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রলার, ১টি ইঞ্জিন চালিত নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িসোম গ্রামের দুলাল হোসেন ওরফে দুলু মিয়ার ছেলে মোঃ শাহিন হোসেন ওরফে শাহিন (৩০), একই গ্রামের লিটন মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৯), জাহাঙ্গীর কবিরের ছেলে উপল কবির (২৩) ও সবুজ মিয়ার ছেলে মোঃ ফয়সাল (৩০), নরসিংদী জেলার পলাশ থানার ইসলামপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮) এবং একই থানার কাজৈর গ্রামের সুলতান হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩)। র‌্যাব-১’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম শুক্রবার জানান, দীর্ঘদিন ধরে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন শীতলক্ষ্যা নদীর গুদারাঘাট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন ট্রলার ও নৌকাযোগে শীতলক্ষ্যা নদীতে চলাচলরত বালি, পাথর ও মালামাল পরিবহণকারী বিভিন্ন নৌযান এবং ড্রেজারে ডাকাতি করে আসছিল। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন সময় দাপটের সাথে ডাকাতি কার্যক্রম চালিয়ে শীতলক্ষ্যা নদীতে ত্রাসের রাজত্ব অব্যাহত রাখে। ডাকাতরা অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে মারধর করাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। বৃহষ্পতিবার রাতে কালীগঞ্জ থানাধীন শীতলক্ষ্যা নদীর গুদারাঘাট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সেখানে ওৎ পেতে থাকে। এসময় ডাকাত দলটি নদীতে থাকা একটি ড্রেজারে ডাকাতি শুরু করলে র‌্যাব সদসরা ৬ ডাকাতকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ১টি ট্রলার, ১টি ইঞ্জিন চালিত নৌকা এবং ধারালো ২টি বড় ছুরি, ২টি দা, ২টি রামদা ও ২টি চাকু জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ শীতলক্ষ্যা নদীতে সক্রিয় ডাকাতি করে আসছল বলে স্বীকার করেছে।
×