ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালিতে মন্ত্রিসভার সব সদস্যসহ প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৯:১৩, ২০ এপ্রিল ২০১৯

 মালিতে মন্ত্রিসভার সব সদস্যসহ প্রধানমন্ত্রীর পদত্যাগ

মালির প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার পুরো সরকারসহ পদত্যাগ করেছেন। দেশের মধ্যাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং গত মাসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬০ পশুপালকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি পদত্যাগ করলেন। এএফপি। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটার দফতর জানায়, প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবেই মাইগাসহ তার মন্ত্রীদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পরামর্শের পর খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর নাম ও নতুন সরকারের ঘোষণা দেয়া হবে। ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট জানান, তিনি ক্ষোভের বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। যদিও তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি। গত সোমবার হাজার হাজার লোক বামাকোর রাস্তায় সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন, সরকার এটি বন্ধ করতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মুসলমান ধর্মীয় নেতারা, ফুলানি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা সংগঠন, বিরোধী দল ও সুশীল সমাজ ওই বিক্ষোভের আহ্বান জানায়। সহিংসতার বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে গণবিক্ষোভের পর প্রধানমন্ত্রী পদত্যাগের পদক্ষেপ নেন। বুধবার ক্ষমতাসীন ও বিরোধী দলীয় দুই পক্ষের আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি জানায়। তারা প্রধানমন্ত্রী ও তার প্রশাসনকে অস্থিরতা কমাতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী করেছেন। প্রত্যন্ত মোপটি অঞ্চলে সহিংসতা নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২৩ মার্চ বুরকিনা ফাসো সীমান্তের কাছে ওগোসাগৌ গ্রামে ১৬০ জন লোকের নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ।
×