ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিম-পুতিন বৈঠক ‘এ মাসেই’

প্রকাশিত: ০৯:৪৭, ২০ এপ্রিল ২০১৯

 কিম-পুতিন বৈঠক ‘এ মাসেই’

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন চলতি মাসেই রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার এক ঘোষণায় এ বৈঠকের কথা জানালেও কোথায় ও কখন দুই নেতা একত্রিত হবেন তা জানায়নি তারা। ২০১১ সালে কিমের ক্ষমতায় বসার পর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যে এটাই প্রথম শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বাড়তে থাকা দূরত্বের মধ্যেই পুতিনের সঙ্গে কিমের বৈঠকের এ ঘোষণা এলো। বৃহস্পতিবার উত্তর কোরিয়া বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চায় না। পম্পেওর জায়গায় ‘আরও পরিণত’ কাউকে আলোচনায় দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছে পিয়ংইয়ং। -রিয়ার
×