ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটির জন্য চিকেনপক্সের ক্ষত তৈরি

প্রকাশিত: ১০:২৮, ২০ এপ্রিল ২০১৯

 ছুটির জন্য চিকেনপক্সের  ক্ষত তৈরি

ছুটির জন্য নিজের শরীরে চিকেনপক্সের ক্ষত তৈরি করার মতো ঘটনা ঘটিয়েছে লিলি নামের এক শিশু। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। সম্প্রতি একটি লাল রঙের পার্মানেন্ট শার্পি কলম দিয়ে ওই ক্ষত তৈরি করেছে শিশুটি। কিছু বন্ধুকে অসুস্থতার জন্য ছুটি নেয়ার বিষয়টি খেয়াল করার পর এই ছয় বছর বয়সী কন্যাশিশুর মাথায় এমন চিন্তাভাবনা আসে। লিলি ইংল্যান্ডের কর্নওয়ালের সেইন্ট অস্টেল শহরে বসবাসকারী ডেভিড এবং শার্লোট স্কুলির মেয়ে। স্কুলি বলেন, ঘটনার পরের দিন একটা বানান পরীক্ষা ছিল লিলির। কিন্তু সে এই পরীক্ষায় উপস্থিত হতে চাচ্ছিল না। তাই সে স্কুলে না যাওয়ার কারণ খুঁজছিল। তিনি বলেন, লিলি আমার কাছে এসে বলে যে তার একটা লাল রঙের কলম প্রয়োজন হোমওয়ার্ক করার জন্য। কলম দেয়ার ১০ মিনিট পর সে আমার কাছে আসে। দুই সন্তানের মা স্কুলি বলেন, এই সময়ে লিলি তার শরীরে দাগ ক্ষত আঁকাচ্ছিল। সে আমার কাছে এসে তার অসুস্থতার কথা জানায়। সে বলে তার শরীরে ক্ষত দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা আলো জ্বালিয়ে ক্ষত দেখতে চাইলে সে তার হাত-পা কাপড় দিয়ে ঢেকে ফেলে। আমি ও আমার স্বামী যে তার চালাকি ধরতে পেরেছি, তা তাকে বুঝতে দিইনি প্রথমে। এই ৩৪ বছর বয়সী মা বলেন, আমি তার কাছে বিষয়টা জানতে চাই। সে চিকেনপক্সে আক্রান্ত হয়েছে এবং স্কুলে যেতে পারবে না বলে জানায়। তিনি বলেন, আমরা যখন বললাম মাত্র ১০ মিনিটে তুমি চিকেনপক্সে আক্রান্ত হয়ে গেছো, তখন সে সেখান থেকে দ্রুত সরে পড়ে। এর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে তার অসুস্থতার বিষয়ে খুব সিরিয়াস ছিল। -ডেইলি মেইল
×