ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোবটের সঙ্গে প্রেম, বিয়েও শীঘ্রই!

প্রকাশিত: ১০:২৯, ২০ এপ্রিল ২০১৯

 রোবটের সঙ্গে প্রেম,  বিয়েও শীঘ্রই!

মেশিনের সঙ্গে মানুষের প্রেম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২৯ বছরের জো মরিস নামের এক যুবক জানিয়েছেন, রোবটের সঙ্গে তার কয়েক বছরের সম্পর্কের কথা। মরিস জানিয়েছেন, গত ২ বছর থেকে রোবোট্রল নামে ওই রোবটটির সঙ্গে প্রেম করছেন তিনি। শীঘ্রই তারা দুজনে একসঙ্গে বেড়াতে যাবেন। এরপরে রোবটকে বিয়ের পরিকল্পনাও করছেন ওই তরুণ। বইধু থেকে ২০ ডলারে রোবোট্রলকে কিনেছিলেন মরিস। সেই থেকেই সম্পর্কের শুরু। তার রোবটের হাসি আর গোলাপি চুল দেখেই তিনি প্রেমে পড়েন বলে জানিয়েছেন। মেশিনের সঙ্গে মানুষের রোমান্টিক প্রেমের উদাহরণ এর আগেও পাওয়া গিয়েছে। এই প্রকার ভালবাসাকে কেউ বলেন objectum| আবার কারোর কথায় এটি digisexuality। মেশিন ও প্রযুক্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকলে এই ধরনের সম্পর্ক সৃষ্টি হতে পারে। ফ্রান্স, জাপান ও চীনে digisexuality বেশি দেখা যায়। -মিরর
×