ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইয়েস পার্কিং’

প্রকাশিত: ১০:৫৫, ২০ এপ্রিল ২০১৯

 ‘ইয়েস পার্কিং’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার যানজট নিরসনে বাংলা ট্র্যাক নিয়ে এসেছে ‘ইয়েস পার্কিং’ এ্যাপস। এই এ্যাপসের মাধ্যমে পার্কিং ভাড়া দেয়া ও নেয়া যাবে। প্রতি ঘণ্টায় ৩০ টাকা ভাড়া দিয়ে গাড়ি পার্কিংয়ে রাখতে পারবেন। তবে এ মুহূর্তে বাংলা ট্র্যাক কোন টাকা নেবে না। এ্যাপসটি পুরোদমে চালু হলে তারা ভাড়া দেয়া ও নেয়া উভয় পক্ষ থেকে একটা কমিশন পাবেন। যানজটের কারণে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা থেকে এই এ্যাপস অনেকটাই মুক্তি দেবে। রাস্তায় গাড়ি পার্কিং না থাকলেই ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে। বাংলা ট্র্যাক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জাহাঙ্গীর আলম বলেন, আমরা মানুষের প্রয়োজন বিবেচনা করে সচেতনতার সঙ্গে তাদের উদ্বেগের বিষয়গুলো (যেমন নেভিগেশন ও পার্কিং স্পেস খুঁজে পেতে) সমাধান করতে এ উদ্যোগ নিয়েছি। পার্কিং স্পেস কোন সমস্যাই না। ঢাকা শহরে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বহু পার্কিং পড়ে আছে। ওই পার্কিংগুলো অচেনার কারণে অনেকেই গাড়ি রাস্তায় পার্কিং করছে। যদি আমাদের এ্যাপসের মাধ্যমে তারা পার্কিং ভাড়া দিতে চান বা কেউ নিতে চান তাহলে উভয় পক্ষই লাভবান হবেন। রাজধানীতে অনঅনুমোদিত পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে বাংলা ট্র্যাক গ্রুপ। বাংলা ট্র্যাক গ্রুপ মূলত বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুত এবং আইসিটি খাতের পণ্য ও সেবার জন্য পরিচিত একটি প্রতিষ্ঠান। এই এ্যাপ ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি ঘণ্টা ভিত্তিতে পার্কিং স্পেস ভাড়া নিতে রেজিস্ট্রার করতে পারবেন। বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেডের হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স মোঃ রকিব বলেন, ইয়েস পার্কিং মূলত ডিজিটাল পার্কিং প্লেস হিসেবে সেবা দেবে। এর মাধ্যমে মানুষকে গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত স্পেস খুঁজে পেতে সহায়তা করবে। মালিকরা তাদের পার্কিং স্পেস ভাড়া দিয়ে টাকা আয় করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি নগরবাসীর জন্য ডিজিটাল পদ্ধতিতে পার্কিং স্পেস শনাক্ত ও রিজার্ভ করতে সহায়তা করবে। রাজধানীতে পিক আওয়ারে গাড়ির (বিশেষ করে প্রাইভেট কারের) যানজট কমাবে। এছাড়াও যদি কোন পার্কিং স্পেস খালি বা অব্যবহৃত থাকে তাহলে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মালিকরা সেটা ভাড়া দিতে পারবেন। ‘ইয়েস পার্কিং’ এ্যাপটি প্লে স্টোর ও এ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এ ধরনের উদ্ভাবনী কাজের জন্য বিশ্বের অন্যতম প্রভাবশালী পরামর্শদাতা প্রতিষ্ঠান ফরেস্টারের তালিকাভুক্ত হয়েছে বাংলা ট্র্যাক। https://go. forrester. com/blogs/telcos-must-prioriti“e-innovations-that-extend-beyond-networking এই ঠিকানায় গিয়ে বাংলা ট্র্যাক পার্কিং এ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, বাংলা ট্র্যাক গ্রুপ ২০০৪ সালে বাংলা ক্যাট নামে বাংলাদেশে ক্যাটারপিলারের একমাত্র ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে যাত্রা শুরু করে। ২০১৮ সালে আইজিডব্লিউ কার্যক্রমের বাণিজ্যিকীকরণের মাধ্যমে টেলিকমিউনিকেশনস ও আইটি খাতে গ্রুপটি তাদের ব্যবসা সম্প্রসারণ করে। গত ১০ বছর ধরে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণের মাধ্যমে বাংলা ট্র্যাক গ্রুপ তাদের সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বিশেষ করে গ্রুপটি আইসিটি ও জ্বালানি খাত নিয়ে কাজ করে আসছে। ভয়েস এ্যান্ড ডাটা কমিউনিকেশনস, আইওটি, ক্লাউড, বিগ ডাটা এবং বিপিও’র ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলা ট্র্যাক তাদের সুনাম রয়েছে। পার্কিং সুবিধার জন্য ঢাকায় আরও একটি কোম্পানি ‘নেক্সপার্ক এ্যাপনেক্সপার্ক এ্যাপ’ নামে তাদের সেবা চালু করেছে। নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার সুবিধা দিতে দেশী উদ্যোক্তারা তৈরি করেছেন নেক্সপার্ক নামের একটি এ্যাপ্লিকেশন। এর উদ্যোক্তারা বলছেন, এটি বাংলাদেশের প্রথম পার্কিং শেয়ারিং প্ল্যাটফর্ম। এ এ্যাপ্লিকেশনের মাধ্যমে পছন্দসই স্থান বাছাই করে সেখানে গাড়ি রাখা যাবে। এ্যাপটি ব্যবহার করে গ্যারেজের মালিকেরা তাদের পার্কিং স্পেস ভাড়া দিতে পারবেন। এ্যাপটি চালক ও গ্যারেজের মালিকের মধ্যে সমন্বয় করবে। গাড়ি সকালে বের হলে সাধারণত গ্যারেজ বা পার্কিং স্পেস খালি থাকে। সেখানে এ্যাপ ব্যবহার করে চালককে ঘণ্টা, দিন বা সপ্তাহ চুক্তিতে ভাড়া দেয়া যাবে। বিকাশসহ কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ রয়েছে। এটি ব্যবহার করতে নিজের গাড়ি ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় পার্কিংয়ের জায়গা বেছে নিয়ে তাতে ক্লিক করলে সেখানকার ফাঁকা জায়গা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই এ্যাপসের মাধ্যমে জরুরী এ্যাম্বুলেন্স, হাসপাতাল, এটিএম বুথ ও ওষুধের দোকান খুঁজে নেয়ারও ব্যবস্থা রয়েছে। গুগল প্লে স্টোরে (https:// play. google.com/store/ apps/ details?id=com.nexparc) এ্যাপসটি পাওয়া যাবে।
×