ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত দুই সন্ত্রাসী

প্রকাশিত: ১১:০০, ২০ এপ্রিল ২০১৯

  গাজীপুর ও বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত দুই  সন্ত্রাসী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বৃহস্পতিবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র বিক্রেতা হাবিবুর রহমান ওরফে হাবি (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় বৃহম্পতিবার রাতে একদল অবৈধ অস্ত্র বিক্রেতা অস্ত্র বেচাকেনা করছিল। এ সংবাদ পেয়ে সদস্যরা রাত সাড়ে ৩টার দিকে সালনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিত্যক্ত বাংলোর পাশে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে র‌্যাব। এ সময় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ গুলির তিনটি খোসা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় র‌্যাব সদস্য এএসআই (নি) উজ্জল ও সানাউল্লাহ আহত হন। তাদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বগুড়া ॥ বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের উপশহর-ধরমপুর এলাকার ধুন্দল ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে সুবিল খালপাড়ে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে রাফিদ আনাম স্বর্গ (২৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। শাজাহানপুর ও বগুড়া সদর থানায় হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকা-ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার পিতা লিয়াকত শহরের খান্দার এলাকার ভাড়াটে খুনী হিসেবে পরিচিত ছিল। ২০০৪ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিয়াকত নিহত হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃস্পতিবার রাত দেড়টার দিকে ধুন্দল ব্রিজ এলাকায় ‘গোলাগুলি’র শব্দ শুনে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে আহত ব্যক্তিকে টহল পুলিশের গাড়িতে দ্রুত বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×