ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বছরজুড়ে পানি থাকে এমন নদীর সংখ্যা এখন ২৩০

প্রকাশিত: ১১:০৩, ২০ এপ্রিল ২০১৯

 বছরজুড়ে পানি থাকে এমন নদীর সংখ্যা  এখন ২৩০

স্টাফ রিপোর্টার ॥ দেশে এক সময় ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। এখন তা ৩ থেকে ৫ হাজার কিলোমিটারে ঠেকেছে। সরকার ইতোমধ্যে নদী দখলমুক্ত করার অভিযান শুরু করেছে। অভিযানের মধ্য দিয়ে কতটুকু নদী উদ্ধার হয় এই পরিসংখ্যান থেকে তুলনা করে বুঝা যাবে। নদীদূষণ ভয়াবহ মাত্রায় রূপ নিয়েছে। বছরজুড়ে পানি থাকে দেশে এমন নদীর সংখ্যা ২৩০। শুক্রবার বেসরকারী সংগঠন গ্রীন ভয়েস’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা এসব মতামত তুলে ধরেন। বুড়িগঙ্গা-ধলেশ^রী-তুরাগ ও শীতলক্ষ্যাসহ সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশ প্রধানত গঙ্গা-বহ্মপুত্র-মেঘনা নদীর পলিমাটি দিয়ে গঠিত একটি বদ্বীপ ভূমি। নদী শুধু আমাদের মাটি ও পরিবেশের শতকরা আশিভাগের জন্মদাত্রীই নয়, অনাদিকাল থেকেই প্রতিমুহূর্তে নদীর পানি দ্বারাই আমাদের সবুজ-শ্যামল প্রকৃতি, জীবন ও মানুষ সিঞ্চিত হচ্ছে। এক সময় দেশে নদীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। প্রতিটি নদী ছিল প্রশস্ত, গভীর ও পানিতে টইটুম্বুর, বর্ষাকালে প্রমত্তা। বর্তমানে সারাবছর নাব্য থাকে তেমন নদীর সংখ্যা ২৩০টি।
×