ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় চার্চের দেয়াল ধসে ১৩ জন নিহত

প্রকাশিত: ১১:০৩, ২০ এপ্রিল ২০১৯

দক্ষিণ আফ্রিকায় চার্চের দেয়াল ধসে ১৩ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের ডিলানগুবোর একটি পেন্টেকোস্টাল চার্চের দেয়াল ধসে পড়ায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ধসের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে নিউজ২৪ নামের একটি স্থানীয় গণমাধ্যম। খবর ওয়েবসাইটের। কাওয়াজুলু-নাটাল ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের মুখপাত্র রবার্ট ম্যাককেনজি শুক্রবার সকালে জানান, প্রদেশটির উত্তরাঞ্চলে ভারি বর্ষণের ফলে এই ধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, চার্চটিতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এই ধসের ঘটনা ঘটে। এর ফলে ১৩ জন নিহতের পাশাপাশি ছয়জন গুরুতর এবং ১০ জন সামান্য আহত হয়েছেন। এদিকে প্রাদেশিক পুলিশের মুখপাত্র কর্নেল থেম্বেকা এমবেলে জানান, প্রচণ্ড ঝড়ের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এখনও ঘটনাস্থলে আছে এবং এ পর্যন্ত ২৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তার মতে, যখন চার্চের দেয়াল ধসে পড়ে, তখন চার্চে অবস্থানরত প্রত্যেকেই ঘুমাচ্ছিল। প্রদেশটির উত্তরাঞ্চলের বাল্লিটো শহরের এ্যাম্বুলেন্স সার্ভিস আইপিএসএস মেডিক্যাল রেসকিউয়ের একাধিক দল এবং উদ্ধার বিভাগের মতে, তারা গত রাতে এই এলাকায় ব্যস্ত সময় কাটিয়েছে। মুখপাত্র পল হার্বস্ট জানান, তাদের দলগুলো ঝড়ের ফলে চারটি ভবন ধস এবং নয়টি দুর্ঘটনার কথা জানতে পারেন। তারা ভবন ধস ও দুর্ঘটনার শিকার ২২ জনকে চিকিৎসা সেবা দেন।
×