ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গো ড্যাডি- আইভির ভালবাসায় উড়ছেন ওয়ার্নার

প্রকাশিত: ১২:০৪, ২০ এপ্রিল ২০১৯

গো ড্যাডি- আইভির ভালবাসায় উড়ছেন ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বিতর্ক পেছনে ফেলে ডেভিড ওয়ার্নার এখন বদলে যাওয়া অন্য এক মানুষ। মাঠে ব্যাট হাতে যথারীতি ঝড় তুলছেন। কে বলবে এক বছর নিষিদ্ধ ছিলেন? মাঠের বাইরে স্ত্রী-সন্তানদের নিয়ে নিয়ন্ত্রিত জীবন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পরশু ওয়ার্নারের প্রতি সন্তানের ভালবাসা দেখল ক্রিকেটবিশ্ব। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নার কন্যা আইভি ম্যাচের বল গড়ানোর আগেই অসি ওপেনারের জন্য গ্যালারি থেকে উল্লাসে মেতে ওঠে। হাতে ব্যানার ‘গো ড্যাডি’। কোমরের ব্যথার জন্য এদিন বিশ্রামে ছিলেন চেন্নাই ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। মাঠে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা ডাগআউটে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। তখনই গ্যালারিতে উপস্থিত ওয়ার্নারের মেয়ে তার বাবাকে উৎসাহ দিচ্ছিল। কন্যা থেকে অনেকটাই দূরে ছিলেন ওয়ার্নার। মেয়ের কথা তার কানে পৌঁছনোরও কথা নয়। ওয়ার্নারের মেয়ের হাতে ছিল ‘গো ড্যাডি’ লেখা ব্যানার। সেই দৃশ্য তুলে ধরা হয়েছে মাঠের জায়ান্ট স্ক্রিন বোর্ডে। ছোট্ট মেয়ে বাবাকে উৎসাহ দিচ্ছে, এই দৃশ্য জায়ান্ট স্ক্রিনে দেখার পরে হেসে ফেলেন ওয়ার্নার। চেন্নাইয়ের খেলা থাকলে গ্যালারি থেকে ধোনির মেয়ে জিভাও তার বিখ্যাত বাবাকে উৎসাহ দেয়। এদিনও আইভাকে দেখা যায় জিভারই মতো কাজ করতে। ধোনি না থাকায় চেন্নাই সুপার কিংসকে ফিকে দেখায়। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটা জিতে নেয় সহজেই। প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে করে ১৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ১৬.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওয়ার্নার মাত্র ২৫ বলে ৫০ রান করেন। মাঠে ব্যাট হাতে ওয়ার্নারের দাট, বাইরে কন্যা আইভির পিতৃপ্রেম, সত্যি দেখার মতো। চলতি আইপিএলে ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৭৫ গড়ে সর্বোচ্চ ৪৫০ রান ওয়ার্নারের।
×