ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আজ আবার মুখোমুখি ম্যানসিটি-টটেনহ্যাম

প্রকাশিত: ১২:০৫, ২০ এপ্রিল ২০১৯

 আজ আবার মুখোমুখি ম্যানসিটি-টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয় লেগের ওই ম্যাচে ৪-৩ গোলে হেরেও সেমিফাইনালে উঠেছে টটেনহ্যাম, আর জিতেও বিদায় নিতে হয়েছে ম্যানসিটিকে। কারণ দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা হয়েছিল। আর প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে সেরা চারে ওঠে স্পার্সরা। চ্যাম্পিয়ন্স লীগের ওই নাটকীয়তার মাত্র দুইদিন পরই আবার দু’দল একে অপরের মুখোমুখি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সময় আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ম্যানচেস্টারের ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি ও টটেনহ্যাম। প্রিমিয়ার লীগের শিরোপা ধরে রাখার জন্য এই ম্যাচে জয় পাওয়া জরুরী পেপ গার্ডিওলার দলের। তাছাড়া প্রতিশোধের বিষয় তো আছেই। চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থ হওয়ার পর এখন ইপিএলেই মনোনিবেশ করতে হচ্ছে সিটিকে। আজকের ম্যাচে ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখার মিশনে নামলেও স্পার্সরা লড়াই করবে লীগের শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করার জন্য। যে অবস্থানটির কল্যাণে তারা অন্তত পরবর্তী মৌসুমে ফের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারে। এক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগের শিরোপা ধরে রাখার নজির স্থাপন থেকে মাত্র ৫ ম্যাচ দূরে অবস্থান করছে সিটি।
×