ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুরে পাঠাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪২, ২০ এপ্রিল ২০১৯

 সুবীর নন্দীর  কাগজপত্র  সিঙ্গাপুরে  পাঠাতে বললেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইফ সাপোর্টে থাকা সুবীর নন্দীর বিষয়ে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডাঃ সামন্ত লাল সেন। সেখানেই তিনি এই পরামর্শ দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাত করেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন সুবীর নন্দী ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাঃ সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন শিল্পীর মেডিক্যালের সকল কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
×