ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক এমপি ইয়াহইয়ার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১৩:০১, ২০ এপ্রিল ২০১৯

 সাবেক এমপি  ইয়াহইয়ার  বিরুদ্ধে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ‘নানা ধরনের লুটপাট ও তার আপন প্রবাসী চাচার জমি আত্মসাতের’ ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা বাসিয়া সেতুতে ‘বিশ্বনাথ এলাকাবাসী’র বানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক এমপি এহিয়া চৌধুরী ‘হাইব্রিড এমপি’ ছিলেন। বিগত ৫ বছরে এমপি হওয়ার সুবাদে তিনি ও তার ভাই সহল আল রাজী মিলে বিশ্বনাথে ব্যাপক লুটপাট করেছেন। রাস্তাঘাট, সৌরবিদ্যুত ও টিউবওয়েল বাবদ ব্যাপক কমিশন বাণিজ্য করেছেন। লুটপাটের টাকায় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। শেষ পর্যন্ত তার আপন চাচাদের জমি মৎস্য খামার করার নামে আত্মসাত করেছেন। তার বিরুদ্ধে দুদকের তদন্ত হলে লুটপাটের ভয়াবহ চিত্র বের হয়ে আসবে। মানববন্ধনে বক্তব্য রাখেন লুৎফুর রহমান, ইউনুস আলী, কামাল উদাসী, সাইন উদ্দিন, এমরান আহমদ, আবু বক্কর ইমন, রেদওয়ান আহমদ, সুহান আহমদ, জাকির মিয়া, আবুল মিয়া, নাইম মিয়া, রিয়াজুল ইসলাম, রাহি আহমদ, সাব্বির মিয়া, মুস্তাফিজুর রহমান, রুহেল আহমদ, শাকিল মিয়া, সালমান আহমদ, মোজাহিদ আলী, আরমান আহমদ, রাতুল মিয়া, মাহমুদ আলী, জুয়েল মিয়া, সুহেল আহমদ, বাপ্পী আহমদ প্রমুখ।
×