ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

প্রকাশিত: ০২:৫০, ২০ এপ্রিল ২০১৯

ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে  যৌন হেনস্থার অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ তো অস্বীকার করলেনই, এত দিন কাজ করার পর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ক্ষোভও প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বললেন, ‘‘বিচারব্যবস্থাই পড়ে গিয়েছে সঙ্কটে।’’ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের শুনানির জন্য যে বিশেষ বেঞ্চ বানানো হয়েছে সুপ্রিম কোর্টে, তার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি গগৈ। ওই মহিলা শীর্ষ আদালতের প্রায় সব বিচারপতির কাছেই পাঠিয়েছিলেন তাঁর লিখিত অভিযোগ। এ দিনের শুনানি তারই প্রেক্ষিতে। শুনানির সময় প্রধান বিচারপতি গগৈ বলেন, ‘‘এই সব অভিযোগের জবাব দেওয়ার জন্য যতটা নীচে নামার প্রয়োজন, আমি ততটা নীচে নামতে পারব না। ২০ বছর চাকরির পর এক জন প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য ছিল? এই সব কিছুর জন্য তো বিচারব্যবস্থাই সঙ্কটে পড়ে গিয়েছে।’’ কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেটা বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনার পরেই তার শুনানির জন্য গঠিত হয় বিশেষ বেঞ্চ। অভিযোগের সত্যাসত্য নিয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব সুধাকর কলগাঁওকর। বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, এটা ভিত্তিহীন অভিযোগ। বানানো।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×