ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জে গ্রেফতার ১

প্রকাশিত: ০২:৫৭, ২০ এপ্রিল ২০১৯

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম হাশেমকে (প্যানা হাশেম) শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় শনিবার সকালে হাশেমকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরে তাকে আদালতের পাঠানো হয়। আদালতে তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। তিনি আরও বলেন, শাহজাদপুর উপজেলার ভগিরত পুঠিয়া এলাকার বাসিন্দা মের্সাস আই.এম কনষ্টাকশনের মালিক বালু ব্যবসায়ী ইউসুফ আলী বাদী হয়ে হাশেমসহ ৩জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, সদর উপজেলার বেলুটিয়ার চর ও বিসিক শিল্পপার্ক এলাকায় নিজস্ব ড্রেজারের মাধ্যমে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে মামলার বাদী। এ অবস্থায় আওয়ামী লীগ নেতা হাশেম তার লোকজন নিয়ে সেখানে গিয়ে চাঁদা দাবি করেন এবং ড্রেজারের তেল নিয়ে যান। আর চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন।
×