ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে যোগাযোগ মন্ত্রণালয়ে হামলা

প্রকাশিত: ০৩:৪৮, ২০ এপ্রিল ২০১৯

আফগানিস্তানে যোগাযোগ মন্ত্রণালয়ে হামলা

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের পর একদল বন্দুকধারী দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ভবনে হামলা চালিয়েছে। মন্ত্রণালয় ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলছে বলে জানান কর্মকর্তারা। নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আশেপাশে বন্দুকযুদ্ধ চলার খবর নিশ্চিত করেছেন। এ বিষয়ে আর কোনো তথ্য তিনি জানাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শনিবার সকাল ১১:৪০ মিনিটের দিকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রবেশ পথে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের কাছেই অভিজাত সেরেনা হোটেল। কাবুলে হাতেগোনা যে কয়টি হোটেলে এখনো বিদেশি পর্যটকরা উঠেন সেরেনা হোটেল তার অন্যতম। দেশটির প্রেসিডেন্ট ভবনও ওই এলাকায়। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। মাত্র কয়েকদিন আগে তালেবান নেতা, আফগান রাজনীতিবীদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল হয়ে গেছে।
×