ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদির উপর বানানো ওয়েব সিরিজটি বন্ধ করে দিল নির্বাচন কমিশন

প্রকাশিত: ০৫:৫২, ২০ এপ্রিল ২০১৯

মোদির উপর বানানো ওয়েব সিরিজটি বন্ধ করে দিল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর বানানো ওয়েব সিরিজটি বন্ধ করে দিল নির্বাচন কমিশন। ‘মোদী’ নামে ওই ওয়েব সিরিজটি এই মাসের গোড়া থেকেই শুরু হয়েছিল ‘এরোস নাও’ ওয়েবসাইটে। সেটি সম্প্রচারের জন্য সরকারি ভাবে যে অনুমতি নেওয়া প্রয়োজন, তা নেওয়া হয়নি বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার। সেই অভিযোগের প্রেক্ষিতেই এ দিন নিষেধাজ্ঞা জারি করল কমিশন। আজ শনিবার কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র বুটোলিয়াকে লেখা চিঠিতে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার অভিযোগ করেন, ‘‘ওই সম্প্রচারের আগে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তা নেওয়া হয়নি।’’ তার পরেই কমিশনের এই পদক্ষেপ। লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই রাজনৈতিক নেতাদের নিয়ে বানানো বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বানানো একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি, কমিশনের সম্মতি না মেলায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা
×