ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশে এখন আদালত কয়টা : নজরুল ইসলাম খান

প্রকাশিত: ০৭:০৮, ২০ এপ্রিল ২০১৯

দেশে এখন আদালত কয়টা : নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার ॥ একই ধরণের মামলায় একেক জনের বিরুদ্ধে একেক ধরণের রায় হয় অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে আদালত কয়টা? খালেদা জিয়ার সবগুলো মামলা জামিনযোগ্য হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না। অথচ তার চেয়ে বেশি সাজা হওয়া ব্যারিস্টার নাজমুল হুদা কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে বের হয়ে আসলেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, একটা পর্যায়ে গিয়ে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন যে আন্দোলন হবে সেই আন্দোলন ঠেকানোর ক্ষমতা এই সরকারের থাকবে না। অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে নজরুল খান বলেন, আমরা কোন শর্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তি চাইনি। আমরা কখনও বলিনি যেকোনো মূল্যে তাঁর মুক্তি চাই। নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যাওয়ার বিষয়ে দলে সিদ্ধান্ত নেয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নির্বাচিত ৬ জন সাংসদ শপথ নেবেন কি না এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমাদের দলের সংসদ সদস্যদের বলা হয়েছে, আপনারা দলের সিদ্ধান্ত ছাড়া সংসদে যাবেন না। তারা এতে রাজি হয়েছেন। আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
×