ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৃষ্টি প্রতিবন্ধীর মহাসাগর পাড়ি

প্রকাশিত: ০৯:০২, ২১ এপ্রিল ২০১৯

দৃষ্টি প্রতিবন্ধীর মহাসাগর পাড়ি

জাপানে একজন দৃষ্টি প্রতিবন্ধী নাবিক শনিবার একটানা নৌযান চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন। এটাই প্রথম কোন দৃষ্টিশক্তিহীন ব্যক্তির প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া নাবিকের নাম মিৎসুহিরো ইওয়ামোতো। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেন। প্রায় দুই মাস সমুদ্র ভ্রমণ শেষে শনিবার সকালে জাপানের ফুকুশিমা বন্দরে পৌঁছেন। তিনি ১২ মিটারের নৌযানে করে এই কঠিন কাজটি সম্পন্ন করেন। -এএফপি ঝর্ণা বটে! সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দীর্ঘদিন থেকেই ভ্রমণপিয়াসীদের কাছে জনপ্রিয়। বিমানবন্দরটি এবার অন্যভাবে আগতদের নজর কাড়বে। কারণ সম্প্রতি এটির মধ্যে তৈরি করা হয়েছে ১৩ তলার সমান উঁচু একটি ঝর্ণা। এটির নাম দেয়া হয়েছে রেইন ভরটেস্ক বা ঘূর্ণায়মান বৃষ্টি। ১৩০ ফুট উঁচু এই ঝর্ণা তৈরি করা হয়েছে অত্যন্ত সৃজনশীল উপায়ে। ইস্পাত এবং কাঁচের তৈরি বিশালাকৃতির একটি গম্বুজের মধ্য দিয়ে ঝর্ণার পানি পড়বে বাগানের মধ্যে। ঝর্ণাটি ইতোমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। -এনডিটিভি
×