ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ধর্ষণের চেষ্টা ॥ স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রকাশিত: ০৯:০৪, ২১ এপ্রিল ২০১৯

রাজশাহীতে ধর্ষণের চেষ্টা ॥ স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে দিয়েছেন স্ত্রী। শুক্রবার রাতে ওই ধর্ষকের স্ত্রীর সহযোগিতায় তাকে আটক করা হয়। নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় আটক মাহফুজুর পেশায় একজন রিক্সাচালক। রাজপাড়া থানা পুলিশ জানান, ভাটাপাড়া এলাকার বাসিন্দা রিক্সাচালক মাহফুজুর তার নিজ বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী বাড়িতে এসে বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানায়। বিষয়টি টের পেয়ে সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্ত্রীর সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে জিজ্ঞাবাসাদ করে। একই সঙ্গে ওই কিশোরীকে থানায় ডেকে নারী পুলিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুইদিন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে স্বীকার করেছে। আদমদীঘিতে ড্রেনে পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২০ এপ্রিল ॥ আদমদীঘিতে রাস্তার পাশের ড্রেনে পড়ে সোহেল (২৮) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলা সদরের তালসন পোনা মাছের পাইকারি বাজার এলাকায়। জানা গেছে, শনিবার ছিল জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী দিন। এদিন সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার আদর্শপাড়ার আবুল কালামের প্রতিবন্ধী ছেলে সোহেল হোসেন তার মায়ের সঙ্গে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি চিকিৎসা ক্যাম্পে যায়। চিকিৎসা নিয়ে ক্র্যাচে ভর করে তার মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। তালসন পোনা মাছের পাইকারি বাজার এলাকায় রাস্তার পাশের ড্রেনে পড়ে যায় প্রতিবন্ধী সোহেল হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজেমিক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। বগুড়া শজিমেকে যাবার পথে সোহেলের মৃত্যু হয়।
×