ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুইল চেয়ার বিতরণ স্টাফ

প্রকাশিত: ০৯:০৪, ২১ এপ্রিল ২০১৯

হুইল চেয়ার বিতরণ স্টাফ

রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে প্রধান অতিথি থেকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। এ সময় লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এটি এম ফাইজুল কবিরের সভাপতিত্বে প্রতিবন্ধীদের নিয়ে মূল আলোচনা করেন লায়ন্স ক্লাবের পাস ডিস্ট্রিক্ট গবর্নর আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আবু সাঈদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়শনের সভাপতি মনঞ্জুরুল আলম প্রমুখ। নদী পুনরুদ্ধারে সভা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ এপ্রিল ॥ চলনবিলের প্রাণ ঐতিহ্যবাহী বড়াল নদীর অবৈধ দখল উচ্ছেদ করে নদী খনন ও পুনরুদ্ধারের দাবিতে নাটোরের বড়াইগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির আয়োজনে বড়াল স্কলার একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন এবং ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের (বিপি) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বড়াল রক্ষা আন্দোলন বড়াইগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব ডিএম আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের রুলফাও সংস্থার নির্বাহী পরিচালক আফজাল হোসেন। প্রধান আলোচক হিসাবে প্রবন্ধ উপস্থাপন করেন বড়াল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান।
×