ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাফির ঘাতকদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৯:০৬, ২১ এপ্রিল ২০১৯

রাফির ঘাতকদের দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নুসরাত জাহান রাফির ঘাতকদের দ্রুতবিচারের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও শোক র‌্যালি হয়েছে। শনিবার বেলা ১১টায় ‘মানব কল্যাণে আমরা’ সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার ও পৌর এলাকার সরকারী এসএম কলেজ, এসিলাহা উচ্চ বিদ্যালয়, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হুরায়রাহ দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে ব্যবহৃত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ডে নুসরাত জাহান রাফির প্রতি যৌন হয়রানি ও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে নৃশংস হত্যাকা-ের মূল হোতা সিরাজ-উদ-দৌলার ফাঁসিসহ সকল আসামির দ্রুতবিচারের দাবি জানানো হয়। খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, নুসরাত জাহানের হত্যাকারীদের ফাঁসির দাবি এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ বক্তব্য রাখেন। মেহেরপুর সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, সারাদেশে ধর্ষণ, শিশু হত্যা, অপহরণ বন্ধসহ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারী সিরাজ উদ্ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে অঙ্কুর নামের ছাত্র কল্যাণমূলক একটি সংগঠন। শনিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন লেখক সুখী ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি নাসিম নেজা বাঁধন, সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান সান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুন, সহসভাপতি হুসাইন কাদের সাজুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
×