ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুর সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম ॥ কার্যক্রম ব্যাহত

প্রকাশিত: ০৯:০৬, ২১ এপ্রিল ২০১৯

পার্বতীপুর সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম ॥ কার্যক্রম ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২০ এপ্রিল ॥ অনিয়ম ও দুর্নীতির কারণে পার্বতীপুরে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিরীহ লোকজন জমি ক্রয়-বিক্রয়ের জন্য এখানে এসে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সরকারী খরচ বাদে প্রতি দলিলে রেজিস্ট্রি বাবদ বাধ্যতামূলক অতিরিক্ত ১১শ’ টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও মূল বৈধ রসিদ ও প্রয়োজনীয় ডকুমেন্টের ঘাটতির কারণে আরও নেয়া হয় ৫শ’ থেকে ১ হাজার টাকার মতো। এমনিভাবে দুদিনে গড়ে ২শ দলিল রেজিস্ট্রিতে ৩ লাখ টাকার মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পকেটে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এভাবেই প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। অথচ দেখার কেউ নেই। সূত্রমতে সাব-রেজিস্টার সঙ্কটের কারণে নির্বাহী আদেশে তাকে (সাব-রেজিস্টার) বুধ ও বৃহস্পতিবার দুদিন পাশর্^বর্তী উপজেলা ফুলবাড়ীতে দায়িত্ব পালন করতে হয়। তবে পার্বতীপুরে তার স্থায়ী নিয়োগ হলেও তিনি সোম ও মঙ্গলবার দুদিন অফিস করেন। রবিবার কর্মস্থলে অনুপস্থিত থেকে দেশের বাড়ি বরিশালে অবস্থান করেন। পার্বতীপুরে বদলি হয়ে আসার পর থেকে এভাবেই তিনি চালিয়ে আসছেন বলে জানা গেছে। সাব-রেজিস্টারের মতো এমন দায়িত্বশীল কর্মকর্তার এভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মানুষের ভোগান্তির পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে। দলিল লেখক সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে জানতে চাইলে তারা মুখ খুলেনি। দায়িত্বরত সাব-রেজিস্টার বাদলচন্দ্র বিশ^াসের সঙ্গে শনিবার সকালে মোবাইল ফোনে (০১৭৩৫৭৩৮১৪৫) কথা বললেন তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ অতিরিক্ত টাকা দেয় না, নেয়ার প্রশ্নই উঠে না। এসব অভিযোগ ভিত্তিহীন। আরও বলেন, অভিযোগকারীরা সরাসরি হাতেনাতে ধরে প্রমাণ করুক।
×