ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষ ॥ দুই ভাই ও স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০৯:০৭, ২১ এপ্রিল ২০১৯

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষ ॥ দুই ভাই ও স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর নামকস্থানে শনিবার দুপুরে ট্রাকের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই দুই সহোদর ও স্বামী-স্ত্রীসহ চার আরোহী নিহত ও চারজন আহত হয়েছে। আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হালুয়াঘাট থেকে ময়মনসিংহ আসার পথে একটি ট্রাক বিপরীতগামী অটোরিক্সাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিক্সার আরোহী ছিল। নিহতরা হচ্ছেন ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের মুরশেদ আলীর দুই পুত্র মোহাম্মদ ইউনুস (৫০) ও আব্দুল কদ্দুস (৪০) এবং তারাকান্দা থানার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফির রহমান (৬৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০)। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। কুষ্টিয়ায় দুই জন নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী মোড়ে এবং কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের গেদা মণ্ডলের ছেলে ভ্যানচালক সাবুল মণ্ডল (৪৫) ও একই উপজেলার রানাখোড়ীয়া এলাকার পথচারী রমজান মোল্লা (৬৫)। পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ত্রিমোহিনী মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পাখিভ্যানকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালক সাবুল ম-ল ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ভ্যানের দুই আরোহী সাব্দার মুন্সি ও আসহাব প্রামাণিক আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়ীয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমজান মোল্লাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাগেরহাটে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, সড়ক দুর্ঘটনায় সঞ্জয় কুমার সাহা (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে খুলনা-মংলা মহাসড়কে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সঞ্জয় নিহত হন। এ সময় সঞ্জয়ের মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়। দিনাজপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের সামনের সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামিউল ইসলাম সুখু (৩৫) নামে কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ভালকা জয়পুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে। জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাওয়ার সময় বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামিউল ইসলাম নিহত হন। যশোরে বৃদ্ধ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মণিরামপুরে বাসের ধাক্কায় সাইকেলচালক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে যশোর-চুকনগর সড়কের মোহনপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালে এসে স্বজনরা নিহতের মরদেহ শনাক্ত করেন। নিহতের নাম হাতেম আলী। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার সাতনল গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে তিনি সেখান থেকে ফিরছিলেন বলে বৃদ্ধের ছেলে আব্দুল আলিম জানিয়েছেন। মণিরামপুর ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আজিম জানান, সকাল সাতটার দিকে নেহালপুর কালিবাড়ি রোড হয়ে বাইসাইকেল চালিয়ে মণিরামপুর বাজারের দিকে আসছিলেন লোকটি। তিনি মোহনপুর বটতলা মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা কেশবপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
×