ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ॥ উপমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৮, ২১ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ॥ উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সরকারের দায়িত্ব নেয়ার পর তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে যেভাবে বরাদ্দ দিচ্ছেন তা অন্য যে কোন খাতের চেয়ে বেশি। তবে এর সুফল পেতে হলে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে কাজ করতে হবে। শিক্ষার মান বাড়াতে হবে। শনিবার চট্টগ্রামে স্থানীয় দৈনিক আজাদী আয়োজিত ‘শিক্ষায় চট্টগ্রাম: একগুচ্ছ প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষা খাতের সমস্যা সমাধানে ভাষণ, স্লোগান নয়। এ সরকার কাজে বিশ্বাস করে। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামে শিক্ষার পরিস্থিতি এখনও পিছিয়ে আছে। তবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে। বিনিয়োগ ও সরকারী খরচ বাড়িয়ে বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। নির্মিত হচ্ছে বহুতল ভবন। তিনি আরও বলেন, আমাদের অনেক কিছুর অভাব আছে, চ্যালেঞ্জ আছে, সফলতাও আছে। আমরা এগিয়ে যাচ্ছি প্রবৃদ্ধি ক্রমবর্ধমান হারে বাড়ছে। শিক্ষা খাতে বিনিয়োগের কারণেই এটি সম্ভব হয়েছে। যশোরের সেই মনোয়ারা ক্লিনিক সিল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনাসহ নানা অভিযোগে মণিরামপুরে মনোয়ারা ক্লিনিক নামে একটি বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান পুলিশ নিয়ে ক্লিনিকটি বন্ধ করে দেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করানোয় ওই ক্লিনিকে উপজেলার জয়পুর গ্রামের সামছুন্নাহার নামে এক প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রসূতির স্বামী আসাদুজ্জামান বাদী হয়ে ক্লিনিকের মালিক, নার্স ও স্টাফসহ দশজনের নামে থানায় হত্যা মামলা করেন।
×