ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিডিও চিত্র ‘বাংলাদেশের জন্মকথা’

প্রকাশিত: ০৯:১২, ২১ এপ্রিল ২০১৯

ভিডিও চিত্র ‘বাংলাদেশের জন্মকথা’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় সম্প্রতি বগুড়ার আমতলী মডেল স্কুল আয়োজিত শিক্ষামেলায় ‘বাংলাদেশের জন্মকথা’ ভিডিওর মোড়ক উন্মোচন করা হয়ছে। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। খ্রিস্টের জন্মের দু’হাজার বছর আগে ভারতবর্ষে আর্যদের আগমন-আধিপত্যের লড়াইয়ে হটিয়ে দেয় আদিম জনগোষ্ঠীকে। এদের মধ্যে দ্রাবিড়দের বং নামে একটি উপজাতি গোষ্ঠী চলে আসে দক্ষিণ-পূর্ব ভারতে। এই বং থেকেই বঙ্গদেশ ও বাঙালী জাতির উৎপত্তি বলে ধারণা করা হয়। পরে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসকরা ভারতবর্ষ শাসন করে। এরপর ইংরেজ দখল করে ভারতবর্ষ। বহু সংগ্রাম-লড়াইয়ের মুখে ভারতকে দু’ভাগ করে স্বাধীনতা দিয়ে ইংরেজের বিদায়। এরপর পশ্চিম পাকিস্তানী আমলা ও সেনাকর্তাদের চক্রান্তের বিরুদ্ধে ’৪৮-এ ভাষা আন্দোলন থেকে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ও চুয়ান্নর নির্বাচনে যুক্তফ্রন্টের জয়, বাষট্টির ছাত্র আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ’৭১-এ নয় মাসের মুক্তিযুদ্ধে বাঙালীর বিজয়। এ প্রজন্মের শিক্ষার্থীদের এসব ঘটনা জানা প্রয়োজন। সে লক্ষ্য নিয়েই সাংবাদিক আব্দুল হালিম লিখেছেন ‘বাংলাদেশের জন্মকথা’। আর এই বই অবলম্বনে প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে। অপরদিকে এই ভিডিওতে রয়েছে মীর লিয়াকত আলী রচিত নাটিকা ‘মাঙ্গুরামের নিষ্ঠুরতা’। এতে অভিনয় করেছেন লিয়াকত, কবীর, মঞ্জুর হোসেন, নাজমুল হুদা, সুমন মজুমদার, বর্ষা, ঐশী, মাসুদ মোল্লা, রুবেল শিকদার, নূর আলম, জাকির হোসেন ও সুজন। পরিচালনায়- সুমন মজুমদার। এ দুটি প্রামাণ্যচিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মীর লিয়াকত আলী। পরিবেশনায় আমতলী মডেল ফাউন্ডেশন, শিবগঞ্জ, বগুড়া। এ দুটি ভিডিও ‘আমতলী মিউজিক ভিডিও’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
×