ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ০৯:৩৭, ২০ এপ্রিল ২০১৯

জামালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ থানা পুলিশ শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার ভাঙ্গুনিডাঙ্গা তেঘরিয়া এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চালসহ কালোবাজারি আপেল মাহমুদকে আটক করেছে। আটক আপেল মাহমুদ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া গ্রামের ইমান আলীর ছেলে। জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি হয়েছে, সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়ার এমন তথ্যের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশের একটি দল অভিযানে নামে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গুনীডাঙ্গা তেঘরিয়া এলাকা থেকে ২০০ বস্তা চালবোঝাই একটি ভটভটি গাড়ি আটক করে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল হিসেবে ওই ট্রলিতে মোট ৬ মেট্টিক টন চাল পাওয়া গেছে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালোবাজারি আপেল মাহমুদকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মেলান্দহ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো: সাখাওয়াত হোসেন জনকণ্ঠকে বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলোর ক্রেতা কালোবাজারি আপেল মাহমুদকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। আপেল মাহমুদ চালগুলো কার কাছ থেকে কিনেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
×