ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তামাবিল স্থল বন্দরের অবকাঠামোর উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হবে

প্রকাশিত: ১০:২৭, ২১ এপ্রিল ২০১৯

তামাবিল স্থল বন্দরের অবকাঠামোর উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হবে

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন এক মাসের মধ্যে তামাবিল স্থল বন্দরে ব্যাংক বুথ বসানো হবে। এছাড়া তামাবিল স্থল বন্দরের অবকাঠামোর উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হবে। এখানে ব্যাংকের বুথ স্থাপন করা হলে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও সুবিধা পাবেন। শনিবার সিলেটে একটি অভিজাত হোটেলে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে তালিকা বাড়ানোর হবে বলেও জানিয়েছেন। তবে এক্ষেত্রে কোন পণ্য আমদানিতে দেশের অর্থনীতিতে ক্ষতি হলে তা তালিকায় যোগ হবে না বলেও উল্লেখ করেন। সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি চিকিৎসক ও আইনজীবীদের ট্যাক্স বৃদ্ধির উপায় খোঁজা হচ্ছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সরকারী হাসপাতালগুলোর মতো বেসরকারী হাসপাতালও স্বাস্থ্য সেবায় বেশ অবদান রাখছে। বেসরকারী হাসপাতালগুলো ট্যাক্স প্রদান করে থাকে। তবে তারা রোগীদের কাছ থেকে যে তুলনায় অর্থ আদায় করে সে অনুযায়ী তাদের ওপরও ট্যাক্স বাড়ানো যায় কিনা-সেটা চিন্ত ভাবনা করে দেখা হচ্ছে।
×