ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৪ এপ্রিল যশোরে আরআরএফ’র চাকরি মেলা

প্রকাশিত: ১০:২৭, ২১ এপ্রিল ২০১৯

২৪ এপ্রিল যশোরে আরআরএফ’র চাকরি মেলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আগামী ২৪ এপ্রিল যশোর টাউন হল ময়দানে দিনব্যাপী চাকরি মেলার আয়োাজন করেছে আরআরএফ। মেলায় সংস্থাটি থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের চাকরি দিতে অংশ নেবে ৫২ চাকরিদাতা প্রতিষ্ঠান। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আরআরএফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অধীনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২০১৫ সাল থেকে বিভিন্ন কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ। ইতোমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করা এক হাজার ৯শ’ ৭৫ জনের মধ্যে এক হাজার ৩শ’ ৪৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। বাকিদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরআরএফের পরিচালক (প্রশিক্ষণ) আবুল কালাম আজাদ। এ সময় সরকারী পরিচালক (প্রশিক্ষণ) মানষ বিশ্বাস, সিনিয়র প্রশিক্ষক খালেদা নার্গিস, নার্গিস আনিসা প্রিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, চাকরি মেলার দিন শুরুতে সকাল ৯টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত আলমগীর সিদ্দিকী হলে অনুষ্ঠিত হবে সেমিনার।
×