ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে অনলাইন শপ বন্ধ করছে এ্যামাজান

প্রকাশিত: ১০:২৮, ২১ এপ্রিল ২০১৯

চীনে অনলাইন শপ বন্ধ করছে এ্যামাজান

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনে অনলাইন শপ বন্ধ করার পরিকল্পনা করছে অনলাইন জায়ান্ট এ্যামাজান। এ্যামাজান কর্তৃপক্ষ জানায়, জুলাই থেকে আর চীনের অভ্যন্তরে অনলাইন স্টোর চালু রাখবে না প্রতিষ্ঠানটি। এ কারণে দেশের ভেতরে এ্যামাজানের স্টোর থেকে কেনাকাটা করতে পারবে না চীনারা। তবে অনলাইন জায়ান্ট এ্যামাজানের পুরো বিশ্বে প্রচলিত ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করতে পারবেন তারা। চীনা স্থানীয় অনলাইন শপ আলিবাবা আর জেডি ডটকমের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে এ্যামাজান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থেকে বিনিয়োগ তুলে নেয়ায় বাড়ল ভারতে বিনিয়োগের সম্ভাবনা। বছরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশীরা অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষ কর্মীর অভাবে প্রতিবছর বিদেশী কর্মীরা বেতন-ভাতা বাবদ বাংলাদেশ থেকে ৪০-৫০ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে সরকারকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। শনিবার সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময়, বাংলাদেশী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন নিহাদ কবির।
×