ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিগ্যাল নোটিস

মাস্টারমাইন্ড স্কুলে অতিরিক্ত ফি আদায়

প্রকাশিত: ১০:৩০, ২১ এপ্রিল ২০১৯

মাস্টারমাইন্ড স্কুলে অতিরিক্ত ফি আদায়

স্টাফ রিপোর্টার ॥ ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত স্কুল ফি নেয়ার সিদ্ধান্ত বাতিল না করায় ধানমন্ডি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। নোটিসটি পাঠিয়েছেন জনস্বার্থে সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট অমিত দাসগুপ্ত। নোটিস পাওয়ার তিনদিনের মধ্যে অতিরিক্ত ফি নেয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এ আইনজীবী। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি নোটিসে বলেছে, ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের পরীক্ষার ফি, ল্যাব ফিসহ অন্যান্য ফি বাবদ জুন পযন্ত অর্থ পরিশোধ করতে হবে। অথচ নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের সেশন হয়ে গেছে। তারপরও তাদের কাছ থেকে জুন পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত চার মাসের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খরচ দিতে হবে বলে জানানো হয়েছে। গত ১০ এপ্রিল মাস্টারমাইন্ডের জারি করা নোটিসে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয় বলে আইনী নোটিসে বলেছেন আইনজীবী। যেখানে টাকার পরিমাণ মাথাপিছু ৬৪ হাজার টাকা। শাহজালালে টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। শনিবার বিকেল সাড়ে ৪টায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ব্যাঙ্কক থেকে আসা ইউএস বাংলার বিএস-২১৪ বিমানটির মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ওই বিমানের দিকে নজর রাখে। বিমান ল্যান্ড করার পরপরই তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১০ তোলা ওজনের বারগুলোর মোট ওজন ১৪ কেজি। এর আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।
×