ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির ধারা ধরে রাখা হবে ॥ সালমান রহমান

প্রকাশিত: ১০:৪৯, ২১ এপ্রিল ২০১৯

জিডিপি প্রবৃদ্ধির ধারা ধরে রাখা হবে ॥ সালমান রহমান

জনকণ্ঠ ডেস্ক ॥ জিডিপি প্রবৃদ্ধির ধারা ধরে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার সকালে রাজধানীতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল- জেসিআই সম্মেলনে তিনি এ কথা জানান। খবর ওয়েবসাইটের। সালমান এফ রহমান বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক এক তিন শতাংশ। ভবিষ্যতে তা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তরুণদের আরও দায়িত্ব নিতে হবে। এ সময় দেশের উন্নয়নে আত্মবিশ্বাসী হয়ে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগে তরুণরা বাইরে যেতে বেশি আগ্রহী থাকলেও বর্তমানে দেশেই কিছু করার স্বপ্ন দেখেন, যা ইতিবাচক।
×