ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাটো হয়ে যাচ্ছে ভারতীয়রা

প্রকাশিত: ১১:০৪, ২১ এপ্রিল ২০১৯

খাটো হয়ে যাচ্ছে ভারতীয়রা

ভারতীয়রা দিন দিন পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় খাটো হয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে বলে জানা গেছে। এতে বলা হয়, গত শতকের তুলনায় ভারতীয় পুরুষ ও মহিলাদের উচ্চতা বেড়েছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কমেছে। ২০০টি দেশের ১৮ বছরের ছেলেমেয়েদের গড় উচ্চতা হিসাব করে দেখা গেছে যে গোটা পৃথিবীতেই মানুষের উচ্চতা বাড়ছে। গত ১০০ বছরে ভারতীয় মহিলাদের গড় উচ্চতা পাঁচ সেন্টিমিটার এবং পুরুষদের গড় উচ্চতা মাত্র তিন সেন্টিমিটার বেড়েছে। অথচ দক্ষিণ কোরিয়ার মহিলাদের গড় উচ্চতা ২০ সেন্টিমিটার এবং পুরুষদের গড় উচ্চতা ১৫ সেন্টিমিটার বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে পুষ্টির অভাবকেই এর উচ্চতা কমার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের বরাত দিয়ে আরও জানায়, গর্ভাবস্থায় মহিলারা পুষ্টি সচেতন না হলে জন্মের পর সন্তানের উচ্চতা ভাল হওয়া সম্ভব নয়। এছাড়া শারীরিক সক্রিয়তার অভাবেও খাটো হয়ে যাচ্ছে ভারতীয়রা। -টাইমস অব ইন্ডিয়া
×