ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি কখনই প্যারোলে খালেদা জিয়ার মুক্তি দাবি করেনি ॥ ফখরুল

প্রকাশিত: ১১:০৫, ২১ এপ্রিল ২০১৯

বিএনপি কখনই প্যারোলে খালেদা জিয়ার মুক্তি দাবি করেনি ॥ ফখরুল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ এপ্রিল ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনই প্যারোলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেনি। এসব অবান্তর তথ্য কিছু মিডিয়ায় এসেছে। এসব গুজব, কিছু মিডিয়ার সৃষ্টি। বেগম খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে যাবে এমন তথ্যও সঠিক নয়। তিনি বলেন, সরকারের মধ্যে অনেক এমপি-মন্ত্রী আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত আছেন। অথচ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে কারাগারে রেখেই মারতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নিহত বাচ্চু মিয়ার পরিবারসহ ক্ষতিগ্রস্ত শতাধিক নেতাকর্মীর পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল আরও বলেন, যে চিন্তা ভাবনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগ সেই চিন্তা চেতনাকে শেষ করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা পিস্তল, বন্দুকের জোরে এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। শেখ মুজিব বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এখন তারা বাকশালী কায়দায় মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিচ্ছে।
×