ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি থেকে পালানো দুই বোন

আমাদের সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হতো

প্রকাশিত: ১১:০৫, ২১ এপ্রিল ২০১৯

আমাদের সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হতো

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘আমাদের মুখ ঢেকে রাখতে হতো....রান্নাবান্না করতে হতো, যেন আমরা দাস। আমরা এটা চাই না, আমরা সত্যিকারের একটা জীবন চাই, আমাদের জীবন,’ বলছেন ২৫ বছরের ওয়াফা, সর্বশেষ যে সৌদি নারী তার বোনের সঙ্গে সৌদি আরব থেকে পালিয়ে গেছেন। ওয়াফা এবং তার বড় বোন, ২৮ বছরের মাহা আল-সুবায়ি এখন জর্জিয়ায় রাষ্ট্রীয় একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। টুইটারে জর্জিয়া সিস্টারস এ্যাকাউন্ট থেকে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন এই দুই সৌদি বোন। বিবিসি। তারা জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন যেন, তাদের তৃতীয় কোন নিরাপদ দেশে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। সৌদি আরব থেকে তারা প্রথমে জর্জিয়ায় গেছেন, কারণ এখানে যেতে সৌদিদের ভিসা লাগে না। ‘আপনাদের সাহায্য দরকার, আমরা নিরাপত্তা চাই, আমরা এমন একটি দেশে যেতে চাই, যারা আমাদের গ্রহণ করবে এবং আমাদের অধিকার রক্ষা করবে,’ বলছেন ওয়াফা। তাদের দেখে বোঝা যায় যে, দুইজনেই মনোকষ্টে এবং ভয়ে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তাদের জর্জিয়ার অভিবাসন দফতরে নিয়ে যায় কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এই দুই বোন বলেছেন যে, তারা জর্জিয়াতে নিরাপদ বোধ করছেন না। কারণ এখানে সহজেই তাদের পুরুষ আত্মীয়রা খুঁজে বের করতে পারবেন।
×