ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই ব্রাজিলিয়ানের সুবাদে শেখ রাসেল-ব্রাদার্স জয়ী

প্রকাশিত: ১১:৪৬, ২১ এপ্রিল ২০১৯

দুই ব্রাজিলিয়ানের সুবাদে শেখ রাসেল-ব্রাদার্স জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দুটিই ঢাকার বাইরে। একটি নোয়াখালীতে অন্যটি ময়মনসিংহে। মজার ব্যাপার হচ্ছে- দুই ভেন্যুতেই একই স্কোরলাইনে দুটি দল জিতেছে এবং দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম বিজেএমসিকে ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িনের পাসে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এ্যালেক্স রাফায়েল ডি সিলভা (৪৩ মিনিটে)। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল একবারের লীগ চ্যাম্পিয়ন এবং বেঙ্গল ব্লুজ খ্যাত রাসেল। পক্ষান্তরে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই প্রথম লেগের খেলা শেষ করল পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন এবং সোনালি আঁশের দল খ্যাত বিজেএমসি। লীগে একমাত্র তারাই এখনও জয়হীন। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। পানামার ফরোয়ার্ড জ্যাক ড্যানিয়েলের পাসে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন সুজা সান্তোস (৭৭ মিনিটে)। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্য অরেঞ্জ ব্রিগেড খ্যাত এবং দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি করে আছে একাদশ স্থানে। ব্রাদার্সের উন্নতিতে একধাপ নিচে নেমে গেল মোহামেডান (১৩ দলের মধ্যে)। পক্ষান্তরে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকেই প্রথম লেগ শেষ করল রাইজিং স্ট্রেংথ খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘ। চলতি প্রিমিয়ার লীগে ১৩টি দলের প্রত্যেকেরই ১২টি করে ম্যাচ খেলা হয়েছে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। আজ থেকে শুরু হবে ফুটবলের মধ্যবর্তী দলবদল। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
×