ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নুসরাত হত্যার বিচার চেয়ে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:২৯, ২১ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যার বিচার  চেয়ে রাবিতে মানববন্ধন

রাবি সংবাদদাতা ॥ দেশব্যাপী নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদ ও নুসরাত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ‘এগারজন’ নামের একটি সংগঠন। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক’, ‘নুসরাত হত্যার সুষ্ঠু বিচার চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নারী নির্যাতনের বিরুদ্ধে মৌন প্রতিবাদ করেন। মানববন্ধনে বাংলাদেশে নারী সমাজের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা উল্লেখ করে শিক্ষার্থীরা তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা এখানে শুধু নুসরাতের জন্য দাঁড়াইনি। এমন সময়ে আমরা কথা বলছি যখন নারীরা শিক্ষাঙ্গনেও নিরাপদ নয়। কিন্তু বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। ঠিক তখনই নারীর ওপর আক্রমণ কিংবা নির্যাতন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা দুঃখজনক। আমরা বলতে চাই, নুসরাত হত্যার ঘটনায় যারা জড়িত তাদের নাম, পরিচয় স্পষ্ট। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এগারজন’র সভাপতি আরাফাত শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ‘এগারজন’র উপদেষ্টা আলী ইউনুস হৃদয়, সহ-সভাপতি সাবিহা দোলা, সদস্য নাফিস অলি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মহুয়া মিতু, ফারসি ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিরান শাহ মুন্না প্রমূখ।
×