ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় বোমা হামলায় দুই বাংলাদেশি নিখোঁজ

প্রকাশিত: ০৪:৪৬, ২১ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় বোমা হামলায় দুই বাংলাদেশি নিখোঁজ

অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের পর শিশুসহ দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। জানাযায় শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮৫ জন নিহত ও আরও ৪০০ শ’র অধিক আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। ভয়াবহ এ বিসেস্ফারণের খবর পাওয়ার থেকে এতে কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন কি না তা নিয়ে উদ্বেগ ছিল। ঘটনার পরপরই হেল্পলাইন চালু করে বাংলাদেশ দূতাবাস। মন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, নিখোঁজ দুই বাংলাদেশিকে খুঁজে বের করা যায়। সূত্র: এনডিটিভি
×