ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা

প্রকাশিত: ০৫:৩৩, ২১ এপ্রিল ২০১৯

কক্সবাজারে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা

অনলাইন রিপোর্টার ॥ পবিত্র শবে বরাত উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।ক্রেতারা অভিযোগ করছেন একদিনে দাম বেড়েছে প্রায় অর্ধেক। তারা বলছেন,এক শ্রেণির অর্থলোভী ব্যবসায়ীরা গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭শ টাকা এবং মুরগির মাংস প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগে রবিবার কক্সবাজারের উখিয়ায় ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম আলাদা অভিযানে এ অর্থদণ্ড দেন। নিকারুজ্জামান চৌধুরী বলেন, রত্নাপালং ইউপির হারুন মার্কেট, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনার পাড়া বাজার অভিযান চালানো হয়। ‘অভিযানে গরু ও মহিষের মাংসের কেজি ৭০০ টাকা বিক্রির দায়ে হারুন মার্কেট চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ এদিকে, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, উখিয়া সদর বাজার, কুতুপালং, বালুখালী বাজারে অভিযান চালিয়ে সাত মাংস ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×