ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

প্রকাশিত: ২৩:৪৫, ২২ এপ্রিল ২০১৯

ভেনিজুয়েলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে দেশটিতে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাত দেখা দেবে। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকা ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের চিন্তাভাবনা করছে বলে আন্তর্জাতিক অঙ্গনে যে গুঞ্জন শুরু হয়েছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, ওয়াশিংটন যেন এ কাজে ল্যাতিন আমেরিকার বাকি দেশগুলোর সমর্থন আশা না করে। ল্যাভরভ আরো বলেন, কিছু পশ্চিমা দেশ ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ পাঠানোর যে দাবি করছে তা ‘মূল্যহীন সাজানো নাটক’ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, পশ্চিমারা ভেনিজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য দেশটিতে ত্রাণ পাঠাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গোয়াইদোর প্রতি এমন সময় সমর্থন জানিয়েছে যখন গুয়াইদো সম্পূর্ণ বেআইনিভাবে নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
×