ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাক্তারের অবহেলায় পটুয়াখালীতে প্রাণ গেল এক রোগীর

প্রকাশিত: ০৪:০০, ২২ এপ্রিল ২০১৯

ডাক্তারের অবহেলায় পটুয়াখালীতে প্রাণ গেল এক রোগীর

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ ডাক্তারের দায়িত্বহীনতায় পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ডাক্তারকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের সহায়তায় রক্ষা পায় ডাক্তার এ.এফ.এম আতিকুর রহমান। মৃত আব্দুল ছাত্তার (৫২) পটুয়াখালী আনসার ব্যাটালিয়নে গাড়ী চালক পদে কর্মরত ছিলেন। আজ সোমবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে আল আমিনসহ স্বজনদের অভিযোগ, সোমবার সকালে আব্দুল ছাত্তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে মেডিসিন বিভাগে পাঠান। এর কিছুক্ষন পরে তার বুকের ব্যথা বেশি অনুভব করলে দায়িত্বরত নার্স ডাক্তার আতিকুর রহমানের মুঠো ফোনে বার বার কল দেয়। কিন্তু ডাক্তার আতিক ফোন রিসিভ করেননি। এক পর্যায় আব্দুল ছাত্তার বেলা ১১টার দিকে মারা যান। খবর পেয়ে ডাক্তার হাজির হলে রোগীর সাথে থাকা স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উত্তেজনা সৃষ্টি করলে হাসপাতাল কর্তৃপক্ষ পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে ডাক্তার পুলিশের প্রহরায় হাসপাতাল ত্যাগ করেন। উল্লেখ্য ডাঃ এফ.এম আতিকুর রহমানের বিরুদ্ধে প্রায়সই দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কিছুকাল আগে তিনি পটুয়াখালী থেকে বদলী হন। পরে অদৃশ্য শক্তির ইশারায় আবার স্বপদে বহাল হয়েছেন।
×