ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলার বোরহানউদ্দিন থানায় হামলা ভাংচুর, গ্রেফতার ৭

প্রকাশিত: ০৮:৫৭, ২২ এপ্রিল ২০১৯

ভোলার বোরহানউদ্দিন থানায় হামলা ভাংচুর, গ্রেফতার ৭

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন থানায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় বোরহানউদ্দিন থানার ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। অভিযোগ রয়েছে, বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার সরকারি কলেজ ছাত্রলীগ নেতার মটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে রবিবার রাতে এ মামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বোরহানউদ্দিন আব্দুল জব্বার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান জিহাদকে নিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে দক্ষিণে যাচ্ছিলে বোরহানউদ্দিন পলিট্যাকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই মটরসাইকেলের বৈধ কোন কাগজ না থাকায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। এর পর মটরসাইকেলটি ছাড়ানোর জন্য তদবির চালায়। কিন্তু পুলিশ মোটর সাইকেলটি ছাড়েনি। পরে রাত সাড়ে সাতটার দিকে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বাপ্পী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতা উপজেলা শহরে বিক্ষোভ প্রদর্শন করে। তারা থানার ফটক ভেঙে ভেতরে ঢুকতে চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার জানান,হামলাকারীরা থানার গেইটের লোহার রড ভেঙ্গে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় রাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে। পরে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার দেখানো হয়। বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল জানান, হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানার ওসিসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩৮ জনের নামে একটি মামলা করেন।
×