ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:৫৭, ২৩ এপ্রিল ২০১৯

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তের পরপরই আগমন ঘটে বৈশাখের। বৈশাখকে বরণ করে নিতে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি গত শনিবার একাডেমির কার্যালয়ে বারিধারায় শিশু ও কিশোরদের নিয়ে কবিতা, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমির সভাপতি শিল্পী রুপু খান তার সংক্ষিপ্ত বক্তব্যে বৈশাখের তাৎপর্য তুলে ধরেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মীরা চক্রবর্তী ও জানে আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি রুপু খান ও একাডেমির নির্বাহী পরিচালক সাংবাদিক জয়ন্ত আচার্য এবং লোকসঙ্গীত শিল্পী নুরুন্নাহার আউয়াল। একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন সমীর চক্রবর্তী, মীরা চক্রবর্তী, সরস্বতী চক্রবর্তী, জানে আলম, নুরুন্নাহার আউয়াল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের বাঙালী রীতি অনুযায়ী খই, মোয়া, কদমা, বাতাসা, মুড়কি ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়।
×