ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের টুইট বিভ্রাটে নিহত ‘১৩৮ মিলিয়ন’!

প্রকাশিত: ১০:০৮, ২৩ এপ্রিল ২০১৯

ট্রাম্পের টুইট বিভ্রাটে নিহত ‘১৩৮ মিলিয়ন’!

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে সরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালগোল পাকিয়েছেন শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের খবর জানাতে গিয়ে। রবিবার সকালে এক টুইটে তিনি এই হামলায় ১৩৮ মিলিয়ন মানুষ নিহতের তথ্য দেন, যেখানে এশিয়ার দ্বীপ দেশটির মোট জনসংখ্যা ২২ মিলিয়নের কাছাকাছি। ওয়াশিংটন পোস্ট বলছে, প্রেসিডেন্ট ভুল তথ্য দিয়ে ওই টুইট করার ঘণ্টাখানেকের মধ্যে তা মুছে ফেলে নতুন পোস্ট দেন। খবর ওয়েবসাইট। প্রথম টুইটে তিনি লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার জনগণের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি গির্জা ও হোটেলে ভয়ানক সন্ত্রাসী হামলার জন্য, যাতে অন্তত ১৩৮ মিলিয়ন মানুষ নিহত এবং আরও ছয় শতাধিক গুরুতর আহত হয়েছেন। সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি!’ ট্রাম্প যখন ওই টুইট করেন সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই হামলায় ১৩৭ জন নিহতের খবর জানাচ্ছিল। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্পের ওই টুইটে বিভ্রান্ত হন অনেকে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন পোস্টের সোশ্যাল মিডিয়া এডিটর জেনিফার হাসান টুইটে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটে দাবি করা হয়েছে শ্রীলঙ্কায় আজকের বিস্ফোরণে ১৩৮ মিলিয়ন মানুষ নিহত হয়েছে। পরে সংশোধিত টুইটে হামলায় ১৩৮ জন নিহত এবং ছয় শতাধিকের আহতের খবর জানান ট্রাম্প।
×