ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানবন্দরের কাছ থেকে পাইপবোমা উদ্ধার

প্রকাশিত: ১০:০৯, ২৩ এপ্রিল ২০১৯

বিমানবন্দরের কাছ থেকে পাইপবোমা উদ্ধার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ‘ঘরে তৈরি’ একটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার দেয়া খবরের বরাতে বিবিসি ও এনডিটিভি জানিয়েছে, রবিবার রাতে বিমানবন্দরের প্রধান টার্মিনালমুখী সড়কে ওই পাইপবোমাটি পাওয়া যায়। পরে বিমানবাহিনী সেটি নিষ্ক্রিয় করে বলে সোমবার জানিয়েছে পুলিশ। শ্রীলঙ্কার বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ছয় ফুট লম্বা ওই পাইপবোমাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ সিরিজ বোমা হামলার পরও কড়া নিরাপত্তার মধ্যে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখা হয়। রাফাল রায় নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন রাহুল রাফাল যুদ্ধবিমান সম্পর্কিত একটি মামলার রায় দিয়েছিল সুপ্রীমকোর্ট। সে সময় রায় নিয়ে একটি মন্তব্য করে বসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, সুপ্রীমকোর্ট বলেছে চৌকিদার চোর। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সুপ্রীমকোর্টের পক্ষ থেকে কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠানো হয়। সোমবার সেই প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন রাহুল। তিনি বলেন, সুপ্রীমকোর্ট ওই ধরনের কোন কথা বলেনি। -এনডিটিভি
×