ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিড়াল ধরতে টেন্ডার

প্রকাশিত: ১০:০৯, ২৩ এপ্রিল ২০১৯

বিড়াল ধরতে টেন্ডার

ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরু রাজভবনজুড়ে বিড়ালের উৎপাতে নাজেহাল রাজ্যপালের সহকারীরা। খাবার চুরি করে খাওয়া থেকে শুরু করে বাড়ির পোষা কুকুরগুলোকেও ক্রমাগত বিরক্ত করছিল বিড়ালগুলো। উপায় না দেখে স্থানীয় প্রশাসনকে বলা হয় সমস্যাটির সুরাহা করতে। তবে বিড়াল ধরার প্রশিক্ষণ না থাকায় অবশেষে টেন্ডার ডাকা হয়। এতে ৩০টি বিড়াল ধরতে খরচ হয় ৯৮ হাজার রুপী। -টাইমস অব ইন্ডিয়া ২২ কোটি বছরের পুরনো জীবাশ্ম আর্জেন্টিনার পশ্চিমাঞ্চল থেকে ২২ কোটি বছরের পুরনো ডায়নোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। সান জুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জীবাশ্মবিদ রিচার্ডো মার্টিনেজ বলেন, নের ভিন্ন প্রজাতির ডায়নোসরের জীবাশ্ম ও তাদের হাড় উদ্ধার হয়েছে। যাদের মধ্যে কিছুর আকার অনেকটা ষাঁড়ের মতো। আবার কুমিরের মতো দেখতে কিছু ডায়নোসরও রয়েছে। জীবাশ্মগুলো যেখানে পাওয়া গেছে সেখানে কোন পলি জমে ছিল না। এটা খুবই বিরল ঘটনা। গুলি ২২ কোটি বছরের পুরনো। -এএফপি
×