ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ১১:৩৮, ২৩ এপ্রিল ২০১৯

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় র‌্যাব-বিজিবির সঙ্গে মাদক কারবারিদের পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দুই রোহিঙ্গা মাদক কারবারিসহ তিনজন নিহত হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি বন্দুক ও কিছু ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবি ও সোমবার ভোরে পালংখালী কেরুনতলী ব্রিজ এলাকায় বিজিবির সঙ্গে এবং মেরিন ড্রাইভ সড়ক এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পৃথক এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা হচ্ছে- উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৫)। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে ইয়াবা নিয়ে আসছে পাচারকারী চক্র এমন খবরে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ধারাল অস্ত্র নিয়ে বিজিবির দিকে তেড়ে আসে পাচারকারীরা। ওই সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহত মহিউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রবিবার ভোরে মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, রবিবার ভোর ৪টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে র‌্যাব।
×